: যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগা মোড়ে আসাদুজ্জামান ওরফে বুনো আসাদ ছুরিকাহত হয়েছেন। আহতের অভিযোগ, মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে স্থানীয় সন্ত্রাসী হাসান ওরফে খাবড়ি হাসানের নেতৃত্বে ৩/৪ জন হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে। আসাদ সাদেক দারোগা মোড়ের মোহাম্মদ আলীর ছেলে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।
আসাদ জানান, ঘটনার সময় তিনি সাদেক দারোগা মোড়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা মুখে মাস্ক পরে তার ওপর হামলা চালায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই একজন তার বুকের ডান পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হামলাকারীদের মধ্যে তিনি শুধু খাবড়ি হাসানকে চিনতে পেরেছেন। পূর্ব শত্রুতার জের ধরে হাসানের নেতৃত্বে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জসিম উদ্দিন জানান, আসাদের বুকের আঘাতটি খুবই গুরুতর। তাৎক্ষণিক ভর্তি করে তাকে চিকিৎসার জন্য ওয়ার্ডে পাঠানো হয়।
সার্জারি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, আসাদের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।