যশোরে নানা আয়োজনে আইডিইবি’র ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে শহরে র্যালি বের হয়। র্যালির আগে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের প্রতিপাদ্য ছিলো ‘টেকসই উন্নয়নে-নবায়নযোগ্য জ্বালানি’।
ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) যশোর শাখা আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এদিন সকালে প্রধান অতিথি হিসেবে ফেস্টুন-বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনী খান পলাশ। আইডিইবি যশোরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি যশোরের সভাপতি হারুন অর রশীদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাজেদ রহমান বকুল, আইডিইবি যশোরের উপদেষ্টা আবু সুফিয়ান, আব্দুস সাত্তার, হাবিবুর রহমান, মিজানুর রহমান, সহসভাপতি শহিদুল হক বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, অর্থ জাহিদুর রহমান, দপ্তর সম্পাদক সাইদুর রহমান শান্ত, নির্বাহী সদস্য রাজেস বসু, আইডিইবি সদর উপজেলা সভাপতি সৈয়দ আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আব্দুল গফ্ফার, আইডিইবি ঝিকরগাছা শাখার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব, অভয়নগরের সভাপতি নয়ন কুমার ঘোষ, শার্শার সাধারণ সম্পাদক আনারুল ইসলামসহ যশোর পলিটেকনিক, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, মডেল পলিটেকনিক ও মুসলিম এইডের শিক্ষক ও শিক্ষার্থীরা।