শার্শা উপজেলার লক্ষণপুর থেকে উদ্ধার হওয়া স্বর্ণের চালানটি যশোর শহর থেকে নিয়ে যাওয়া হচ্ছিলো। এই স্বর্ণ পাচারের সাথে আরো যারা জড়িত তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। তাদেরকেও আইনের আওতায় আনা হবে। মঙ্গলবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান।
প্রেসব্রিফিংয়ে বলা হয়, ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় শার্শার গোড়পাড়া পুলিশ লক্ষণপুর থেকে স্বর্ণের ৬২টি বারসহ দুই মোটরসাইকেল আরোহীকে আটক করে। আটক দুইজনের বাড়ি শার্শায়। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, যশোর শহরে তাদের কাছে স্বর্ণের চালানটি হস্তান্তর করা হয়েছিলো। কিন্তু যশোর শহরের কোথায় তাদের কাছে স্বর্ণের চালানটি হস্তান্তর করা হয়েছিলো সেই তথ্য এখনো জানা যায়নি। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদে স্বর্ণ পাচারের সাথে আর কে কে জড়িত সেই সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেছে। জড়িত এসব চোরাচালানীর সম্পর্কে খোঁজখবর নিচ্ছে পুলিশ এবং তাদেরকে আটকের চেষ্টা চলছে। অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, আটক দুই জন তাদেরকে জানিয়েছেন যে, বেনাপোলে এক ব্যক্তির কাছে স্বর্ণের চালানটি হস্তান্তরের কথা ছিলো।
উল্লেখ্য, গত সোমবার দুপুর ২টার দিকে শার্শার লক্ষণপুর থেকে স্বর্ণের ৬২টি বার উদ্ধার এবং দুই জনকে আটক করে গোড়াপাড়া ক্যাম্পের পুলিশ।