ঢাকাWednesday , 9 November 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

যশোর অভয়নগরে ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ায় মোটর শোভাযাত্রা

Link Copied!

যশোর জেলায় আন্ত উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ ও বিজয় উল্লাস করেছে অভয়নগর উপজেলাবাসী। মোটর শোভাযাত্রা ও বিজয় উল্লাসের নেতৃত্ব দেন অভয়নগর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। এ উপলক্ষে মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে অভয়নগর উপজেলা প্রাঙ্গণ থেকে একটি আনন্দ মোটর শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বর গিয়ে শেষ হয়। পরে সেখানে আনন্দ-উল্লাস ও মিষ্টি বিতরণ করা হয়। এ সময় খেলোয়াড় ও কোচকে স্বাগত ও শুভেচ্ছা জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। এছাড়া মোটর শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মইনুল জহুর মুকুল, সাবেক পৌর মেয়র রবিউল হোসেন, নওয়াপাড়া রাজঘাট শিল্পাঞ্চলের শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গনি সরদার, অভয়নগর উপজেলা একাদশের অধিনায়ক সবুজসহ খেলোয়াড় বৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত শনিবার কেশবপুর মিনি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সে ম্যাচে অভয়নগর উপজেলা একাদশ যশোর সদরকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অভয়নগর উপজেলা একাদশ। এই খুশিতে অভয়নগরের সর্বস্তরের জনগণ আনন্দ উল্লাস ও বিজয় মোটর শোভাযাত্রা করেছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।