মতলব উত্তর উপজেলার কৃতিসন্তান জাতীয় স্বর্ণ পদকপ্রাপ্ত মোহনপুর ইউনিয়নের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল (৭০) আর নেই।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে তিনি ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, ৪ ভাই, ৩ বোন’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সামছুল হক চৌধুরী বাবুল এর ছেলে মাজেদুল হক চৌধুরী শুভ জানান, তার বাবা বৃহস্পতিবার সকালে ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ আদ আসর নিকুঞ্জে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে নিজ বাড়ী মতলব উত্তরের উদেশ্যে রওয়ানা হব। আগামীকাল (১১ নভেম্বর) সকালে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। তিনি ১৯৭১ সালে ক্র্যাক প্লাটুনের সদস্য হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন।
সামছুল হক চৌধুরী বাবুল ১৯৫২ সালে মতলব উত্তর উপজেলার মোহনপুরে গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৬ সালে স্থানীয় সরকার মন্ত্রণায়ের অধীনে সারাদেশের মধ্যে জাতীয় স্বর্ণ পদকপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত হন। তিনি মোহনপুর ইউনিয়নের পাঁচবারের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গাজী মুক্তার হোসেন, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দানেশ, জাতীয় শ্রমিকলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক লায়ন ফারুক আহমেদ তিতাস, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোবহান সরকার সুভা, জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম মিয়া, ফরাজীকান্দি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিম, এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাফিজ তপদার।
এদিকে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল এক শোকবার্তায় বলেন, মোহনপুর ইউনিয়নের পাঁচ বারের নির্বাচিত স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান, জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা শামছুল হক চৌধুরী বাবুল সারাজীবন আওয়ামী লীগের একজন নিবেদিত সংগঠক ছিলেন। জেলা আওয়ামী লীগ পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি কামনা করছি ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।