বুধবার দুপুরে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব যশোরের মিলনায়তনে অনুষ্ঠিত সভা থেকে ১৩ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। একইসাথে যশোর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করার ঘোষণা দেয়া হয়। সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল। বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক অ্যাড. আবুল হোসেন, সচিব জিল্লুর রহমান ভিটু, ইকবাল কবির জাহিদ, হাচিনুর রহমান প্রমুখ।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।