কামরুল হাসান রাব্বি
সাধ্যের মধ্যে স্বপ্নের বাজার এই শ্লোগান নিয়ে চাঁদপুরের মতলব উত্তরে নতুন বাজারে ফ্যামিলি কেয়ার সুপার শপ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন, উপলক্ষে ১১ নভেম্বর শুক্রবার বিকালে প্রতিষ্ঠানের সামনে, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
এ সময উপস্থিত ছিলেন, চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড.নুরুল আমিন রুহুল এর একান্ত পি,এস,এ্যাড. লিয়াকত আলী সুমন,সুপার শপের মালিক গিয়াসউদ্দিন মল্লিক, ফ্যামিলি কেয়ার সুপার শপের পরিচালক, মাহফুজ আহমেদ,বাজার কমিটির সাধারন সম্পাদক ফখরুর সরকার, হেলাল সরকার, সাংবাদিক নূরী আলম নূরী,শাকিল টেলিকমের কর্নধার কামরুজ্জামান সুমন,শাকিল টেলিকমের পরিচালক সোহাগ মৃধা, বাজারে দোকান মালিকসহ দুই শতাদিক মানুষ দোয়ায় অংশ গ্রহন করেন।
মিলাদ ও দোয়া শেষে তাবারক বিতরন করা হয়।
শপের উদ্বোধন উপলক্ষে পুরো সুপার শপটি ক্রেতাদের পছন্দের পন্য দিয়ে সুন্দর ভাবে সাজানো হয়।
ফ্যামিলি কেয়ার সুপার শপের পরিচালক মাহফুজ আহমেদ বলেন, আমাদের শপে নিরাপদ খাদ্য, মুদি মালামাল, দেশি, বিদেশি, কসমেটিক, সিরামিক, মাটির তৈরি প্লেট, ইলেকট্রনিক্স, প্লাস্টিক, মেলামাইন, বেকারি, ফাষ্টফুট, শিশুদের বিভিন্ন খেলনা, দুধ, দধি, আইসক্রীম, খাটি মধু, খেজুরের মিঠাইসহ সকল ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য এখানে বিক্রি করা হয় । এছাড়া ক্রেতাদের সুবিধার্থে অনলাইনে ও পণ্য বিক্রি করা হবে।
তিনি তাদের এই উদ্যোগকে এগিয়ে নিতে মতলবের সকল পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।