খেরসন থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাশিয়া। সেপ্টেম্বরে ইউক্রেনের যে চারটা অঞ্চল রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করা হয়, তার মধ্যে খেরসন অন্যতম।
আল জাজিরার খবরে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরেই ইউক্রেনের খেরসন শহরের দিকে ক্রমশ এগোচ্ছে কিয়েভ বাহিনী। যুদ্ধ শুরুর কিছু দিন পরেই শহরটির নিয়ন্ত্রণ নিয়েছিল রুশ বাহিনী।এ অবস্থায় বুধবার সেখান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাশিয়া।
ক্রেমলিন বলছে, সেনা প্রত্যাহার করা হলেও খেরসনের মর্যাদার (স্ট্যাটাস) কোনো পরিবর্তন হবে না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, খেরসনের স্ট্যাটাস নির্ধারিত। এর কোনো পরিবর্তন সম্ভব নয়।
প্রেসিডেন্ট পুতিনের এই ঘনিষ্ঠ মিত্র বলেন, রুশ ফেডারেশনের কাছে খেরসন একটা বিষয় (সাবজেক্ট। এটা আইনগতভাবে নির্ধারিত (ফিক্সড) এবং (সংজ্ঞায়িত)। এখানে কোনো পরিবর্তন হবে না।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলের খেরসন শহর থেকে সেনাসদস্যদের রাশিয়া সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার পর ইউক্রেনের সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি বলেন, সেনাদের সরিয়ে নেওয়া ছাড়া মস্কোর সামনে আর কোনো পথ খোলা ছিল না।