ঢাকাFriday , 11 November 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

৩৮তম জন্মজয়ন্তী উপলক্ষে দৃষ্টিপাত নাট্যদলের নাটক

Link Copied!

দৃষ্টিপাত নাট্যদলের ৩৮ তম জন্মজয়ন্তী আজ (১১ নভেম্বর)।জন্মজয়ন্তি উপলক্ষে দলটি আয়োজন করেছে নাটক প্রদর্শনীর। আগামীকাল শনিবার (১২ নভেম্বর) শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল হলে সন্ধ্যা ৭টায় ‘বুড়া ভূতের গপ্পো’ নাটকটি মঞ্চায়ন করতে যাচ্ছে দৃষ্টিপাত নাট্যদল। নাটকটি ইতোমধ্যেই দর্শক সমাদৃত। নাট্যকার জন হাইনরিস ফন ক্লাইস্টের মূল নাটক থেকে রুপান্তরিত ‘বুড়া ভূতের গপ্পো’। রুপান্তর করেছেন আব্দুল হালিম আজিজ ।নাটকটির নব-নির্দেশনা দিয়েছেন বৈদ্যনাথ অধিকারী।

বুড়া ভূতের গপ্পো নাটকটি মূলতঃ সামাজিক প্রহসন। গল্পের গাঁথুনিতে আছে চারিপাশের মানুষ-তাদের সুখ দুঃখ, আনন্দ বেদনার কথকথা। নাটকের কাহিনী আবর্তিত হয়েছে গ্রামীণ জনপদ শিল্পের চর্চারত একদল সাধারন মানুষকে ঘিরে। যারা স্বপ্ন দেখে হাজারো বছরের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে, যারা উৎসব পার্বণে মেতে উঠে হাজারো সংকটে । তেমনি এক চিরচেনা চরিত্র হরিহর। জীবনের শেষ প্রান্তে এসেও পরম স্নেহে আঁকড়ে রেখেছেন বাঙ্গালির সাংস্কৃতিক ঐতিহ্য যাত্রাপালাকে।উৎসব এলেই আনন্দে মেতে উঠে গ্রাম। হঠাৎ উৎসবে নেমে আসে কালো ছায়া। ভেঙ্গে যায় মানুষের স্বপ্ন। আবার স্বপ্ন ভাঙ্গা মানুষগুলো দাঁড়িয়ে যায় বিচারের কাঠগড়ায়। তারপর চলতে থাকে বিচার- চলতে থাকে প্রহসন ।

নাটকটির কুশীলব হিসেবে মঞ্চে থাকছেন- সুনীল কুমার দে, আব্দুল হালিম আজিজ/স্মরন সাহা, রফিকুল ইসলাম, সুজন খান/আল-আমিন, বৈদ্যনাথ অধিকারী, লায়লা আক্তার আঁখি/ সুপ্তি হালদার, সুমী ইসলাম/রুকসানা রুকু, মোঃ মামুন সরদার, মারুফ রহমান/ জাহাঙ্গীর কবির বকুল, রাকিব হোসেন ইভন, রাজ, শাহজালাল,আঃ রহিম, ঝিনুক, আল আমিন, মারুফ, মাইনুল, অভি প্রমুখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।