ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হবে সকাল ১১টায়। শহরের উপকন্ঠে কোমরপুরের আব্দুল আজিজ ইন্সটিটিউট মাঠে একদিন আগেই সমবেত নেতাকর্মীদের ভিড় উপচে পড়েছে। প্রধান অতিথি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা শুক্রবার রাতে গণসমাবেশস্থলে পৌঁছেছেন।
গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু, স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর।
সরেজমিনে দেখা গেছে, বাস ও মিনিবাস ধর্মঘট উপক্ষো করে বিভিন্ন উপায়ে সেখানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে পৌঁছেছেন। এতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে সমাবেশস্থল। বৃহস্পতিবার রাত থেকেই সেখানে কয়েক হাজার নেতাকর্মী অবস্থান নেন।
বিএনপির নেতারা বলছেন, তাদের এই গণসমাবেশে নির্ধারিত সমাবেশস্থল ছাড়িয়ে নেতাকর্মীদের উপস্থিতি শহরের রাজবাড়ি রাস্তার মোড় ছাড়িয়ে দুই কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছে যাবে।
এদিকে শুক্রবার গণসমাবেশের মূল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এর বাইরে গণসমাবেশের মাইক লাগানো হচ্ছে প্রায় এক কিলোমিটার জুড়ে।
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা জানান, তাদের গণসমাবেশের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ নগরকান্দা ও বোয়ালমারীসহ বিভিন্নস্থান থেকে ২১ জনকে গ্রেপ্তার করেছে। আওয়ামী লীগ গণসমাবেশকে বাধাগ্রস্ত করতে পাল্টা জমায়েত করে জনমনে ভীতি সঞ্চারের চেষ্টা চালিয়েছে। যুবলীগ ও ছাত্রলীগ শহরে মিছিল বের করেছে। এর বাইরে গণসমাবেশের শুরু থেকেই সমাবেশের জন্য আবেদন করা নির্ধারিত স্থানের বদলে তাদের শহরের বাইরে গণসমাবেশ ঠেলে দেওয়া হয়েছে।