শনিবার (১২ নভেম্বর) সকালে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিননায়তনে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা’র সভাপতিত্বে ও উপজেলা ভূমি কর্মকর্তা আজিজুন্নাহারের সঞ্চানায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপি।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা তার বক্তব্যে বলেন,
‘মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা ক্রমান্বয়ে বাড়ছে। সম্মানী ভাতা বৃদ্ধি, উৎসব ভাতা, ফ্রি চিকিৎসা সেবা, যাতায়াত সুবিধাসহ বিদ্যুৎ, পানি গ্যাস,(যেখানে গ্যাস রয়েছে) বিল পর্যন্ত মওকুফ করা হয়েছে। যাদের জমি আছে, ঘর নেই তাদের ঘর করে দেওয়া হচ্ছে। আবার যাদের জমি ঘর কিছুই নেই তাদের সরকারের খাসজমিতে বাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। শুধু জীবদ্দশায় নয়, একজন মুক্তিযোদ্ধা মৃত্যুর পরও যেন যথাযোগ্য সম্মান পান এবং তাদের সমাধিটি যাতে যথাযথভাবে সংরক্ষিত থাকে তা নিশ্চিত করা হচ্ছে।
বীর মুক্তিযুদ্ধাদের মান সমুন্নত রাখতে প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিচ্ছেন তা আমাদের ধারনার বাহিরে।’,
এই সময় উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযুদ্ধা কোমান্ডার আলী হোসেন, অফিসার ইনচার্জ শহীদ হোসেন, ফ্রেস ক্লাবের সভাপতি কামরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহ বিভিন্ন পেসার কর্মকর্তা গন।
অনুষ্ঠানে ৪০২ জন জীবিত বীর মুক্তিযোদ্ধাগণের মাঝে স্মার্ট কার্ড ও সার্টিফিকেট এবং ৩৯৭ জন মৃত বীরমুক্তিযোদ্ধাগণের পরিবারের মাঝে শুধু সার্টিফিকেট বিতরণ করা হয়।