ঢাকাSunday , 13 November 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

নবাগত নায়িকা রাজ রিপাকে হুমকি!

Link Copied!

ঢাকাই সিনেমার নবাগত চিত্রনায়িকা রাজ রিপা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘মুক্তি’ সিনেমাটি। পাশাপাশি আরও বেশ কিছু সিনেমায় কাজ করেছেন। যেগুলো মুক্তির অপেক্ষায় আছে। সিনেমা মুক্তির আগেই এই নায়িকা জানালেন তাঁকে র‍্যাব-পুলিশের ভয় দেখিয়ে হুমকি দেয়া হচ্ছে।

রোববার দুপুরে রাজ রিপা তাঁর ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি লিখেন, পরিচালক যখন প্রযোজক হয়, তখন সিনেমা আটকে যায় আর আর্টিস্টদের করে হয়রানি, সাথে থাকে ৩য় ব্যক্তির হতাশা। বেশি কিছু বললে সিনেমা না বানানোর হুমকি। দেখানো হয় র‍্যাব-পুলিশের ভয়, বাহ। এটাকে কোন ধরনের মেন্টাল টর্চার বলে। নায়িকা হতে আসাটা কি ভুল নাকি ভুল যায়গায় পা রাখাটা ভুল?

এর কয়েক ঘন্টা পর তিনি আরও একটি লিখা ফেসবুকে পোষ্ট করেন। যেখানে তিনি লিখেন, আমি যদি ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাই, সেটা হবে সম্মান হারানোর ভয়ে। হয়তো কারো কিছুই হবে না, শুধু মানুষটা থাকবে না আর হেরে যাবে এই মানুষটার এক বুক ভরা স্বপ্ন আর চ্যালেঞ্জ ও বৃথা হয়ে যাবে অসম্ভব পরিশ্রমে তিলে তিলে গড়া কষ্টগুলো। শেষ হয়ে গেল আমার ৫ বছরের স্বপ্নের পথ চলা।

নাম প্রকাশ না করলেও কিছুটা বোঝা যাচ্ছে প্রযোজক ও নির্মাতা ইফতেখার চৌধুরীকে ইঙ্গিত করেই তিনি এই লিখাগুলো ফেসবুকে লিখেছেন। তবে এই বিষয় আরজ রিপার সাথে যোগাযোগ করা হলে তেমন বিস্তারিত কিছু কিংবা কারও নাম তিনি জানাননি।

উল্লেখ্য, ২০২০ সালে চলচ্চিত্রে নাম লেখান রাজ রীপা। তার অভিনীত ‘মুক্তি’ সিনেমাটি নির্মাণ করেছেন ইফতেখার চৌধুরী।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।