যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বাজারদরের সাথে সঙ্গতি রেখে ন্যূনতম মূল মজুরি ঘোষণা, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক প্রদান, কথায় কথায় শ্রমিক ছাঁটাই বন্ধ, ৮ ঘন্টা শ্রম সময় চালুসহ গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবিতে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে মনিহার সিনেমা হলের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার বিকালে যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পাইপপট্টি মোড় থেকে এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে মনিহার সিনেমা হলের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। ইউনিয়নের সভাপতি মুজিবর রহমান খান মহারাজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক কামাল পারভেজ বুলু, সহসাধারণ সম্পাদক আইয়ুব হোসেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সহসভাপতি এড আহাদ আলী লস্কর প্রমুখ। পরিচালনা করেন ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জিহাদ।