প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গত ১৩ই নভেম্বর-২২ইং তারিখ রোজ রবিবার,বগুড়া জেলার ডিবি পুলিশের অভিযানে ০৫কেজি গাঁজাসহ ০১জন মাদক কারবারি আটক করা হয়েছে বলে জানা গেছে ।
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এর তত্ত্বাবধানে বগুড়া’জেলা ডিবি ইনচার্জ সাইহান ওলিউল্লাহ’র নেতৃত্বে একটি চৌকস ডিবি পুলিশের টিম ১২ই নভেম্বর-২২ইং তারিখ রোজ শনিবার মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ ১জন মাদক কারবারিকে আটক করে।
উক্ত ঘটনাটি বগুড়া জেলার সদর থানার তিনমাথা এলাকার জিন্নাহ স্টোরের সামনে রংপুর টু ঢাকা মহাসড়কের উপর হতে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি মোঃআল-আমিন(২০),পিতা-মোঃ শহিদুল ইসলাম, মাতা-সরুফা বেগম, সাং-সূর্যনগর মিস্ত্রিবাড়ি,থানা-সদর দক্ষিন,জেলা-কুমিল্লাকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি এর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে ।