আগুন নিভাতে এসে এক বৃদ্ধার মৃত্যু // গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হিজলা কান্দি গ্রামের সবুজ সরকার (৩৫) ও বিধান সরকার (৪০) এর ৩ টি বসত ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়। ক্ষতির পরিমান আনুমানিক ৬ লক্ষ টাকা হবে বলে ধারনা করা হয়। আগুন লাগার খবর শুনে আসার সময় পুকুরে ডুবে মারা যায় (৯০) বছরের বৃদ্ধা হরিদাসী শীল, স্বামী কালাই শীল। গত ১৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার সময় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মতলব দক্ষিণ থেকে ও ১ টি ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিস আসার পূর্বেই আগুন নিয়ন্ত্রণে আনে এলাকা বাসী। খবরে আর ও জানা যায়, আগুন লাগার খবর পেয়ে দলে বলে লোকজন আগুন নিভাতে আসে, আসার সময় এক বৃদ্ধা পা পিচলিয়ে পুকুরে পড়ে মৃত্যু হয় এ খবর তাৎক্ষণিক জানা না গেলে ও আগুন নিয়ন্ত্রণে এনে যাবার সময় দেখে এক বৃদ্ধার লাশ পানিতে ভেসে উঠেছে। তার পরই খোঁজ খবর নিয়ে জানা যায় বৃদ্ধা হরিদাসী শীলের লাশ। এ লিখা পর্যন্ত আর কিছু জানা যায়নি।