: মোটরসাইকেল আটকে রেখে চাঁদা দাবির অভিযোগে বিজিবির’র নায়েক রায়হানের বিরুদ্ধে যশোর আদালতে একটি মামলা হয়েছে। রোববার বেনাপোলের গয়ড়া গ্রামের আনছার আলীর ছেলে লিটন বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইমরান আহম্মেদ অভিযোগটি গ্রহণ করে সিআইড পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছে। আসামি নায়েক রায়হান ৪৯-ডি বেনাপোল বিজিবি ক্যাম্পের সদস্য।
মামলার অভিযোগে জানা গেছে, লিটন প্রাইভেট গাড়ির ড্রাইভার। গত ২৯ সেপ্টেম্বর রাত ৮টার দিকে তিনি তার এ্যাপাটি আরটিআর মোটরসাইকেলে গ্যারেজ মিস্ত্রী মোস্তাকিনকে সাথে নিয়ে শিকড়ি বটতলা বিজিবি চেকপোস্টের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় থামার সংকেত দিলে মোটরসাইকেল দাঁড়ানোর পর বিজিবির নায়েক রায়হান তাদের দেহ তল্লাশি করেন। কাছে থাকা দুইটি মোবাইল ফোন ও মোটরসাইকেলের চাবি নিয়ে নেন। কিছু সময় বসিয়ে রাখার পর গ্যারেজ মিস্ত্রী মোস্তাকিনকে চলে যেতে বলেন তিনি। পরে মোটরসাইকেলের চাবি ও মোবাইল ফোন চাইলে নায়েক রায়হান মোটরসাইকেলের লাইন্সেস না থাকায় জমা রেখে একটি মোবাইল নম্বর দিয়ে দেন যোগাযোগ করার জন্য। নায়েক রায়হানের সাথে যোগাযোগ করলে ৩ অক্টোবর তিনি দেখা করতে বলেন। এদিন তিনি মোবাইল ফোন ফিরিয়ে দিয়ে মোটর সাইকেলের নামে কোনো মামলা আছে কিনা যাচায় করে দেয়া হবে বলে জানিয়ে দেন। ১৫ দিন পর নায়েক রায়হানের সাথে দেখা করলে তিনি মোটরসাইকেল ফেরত নিতে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে পেন্ডিং মামলায় চালান দিবেন বলে হুমকি দেন। পরে আবার ও মোটরসাইকেটি ফিরিয়ে আনতে গেলে দাবিকৃত টাকা না দেয়ায় কাস্টমসে জমা দিবে বলেও হুমকি দেন। বহু দেনদরবার করে মোটরসাকেল উদ্ধারে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।