ঢাকাTuesday , 15 November 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ বিরতির পর অর্থহীন’র নতুন গান রিলিজ

Link Copied!

দীর্ঘ বিরতির পর দর্শকদের জন্য নতুন গান নিয়ে আসছে গানের দল অর্থহীন।২০১৬ সালে ‘ক্যানসারের নিশিকাব্য’ নামে শেষ এ্যালবাম ছিল এই দলটির। তারপর টানা ৬ বছরের বিরতির পর আসছে নতুন গান। ‘আমার এ গান’ শিরোনামের এই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেন নির্মাতা আশফাক বিপুল। মঙ্গলবার রাত ৮টায় রিলিজ করা হয় অর্থহীন’র এই নতুন গান।তার আগে ওইদিন সন্ধ্যায় নতুন এই গান রিলিজ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গুলশান অ্যাভিনিউতে স্যামসাং এর বিটিআই ল্যান্ডমার্ক শো-রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থহীন বেজবাবা সুমন সহ পুরো দল।

বেশ কিছু দিন আগে ভক্তদের জন্য নতুন সুখবর দেয় গানের দল অর্থহীন। তাদের লিড ভোকাল সুমন জানায়, সব বাধাকে জয় করে এগিয়ে চলেছে তাদের নতুন অ্যালবামের কাজ। তখন এ বছরই তাদের নতুন অ্যালবাম ফিনিক্সের ডায়েরি ১ উন্মোচনের ঘোষণা দেয় সুমন। তবে, মজার বিষয় হচ্ছে, এ অ্যালবামের প্রথম গানের মিউজিক ভিডিও সবার আগে স্যামসাং ফ্যানরাই উপভোগ করেছেন। আজ রাজধানীর গুলশান অ্যাভিনিউতে স্যামসাং এর বিটিআই ল্যান্ডমার্ক শো-রুমে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে বেজবাবা সুমন ও অর্থহীন ব্যান্ডের অন্যান্য সদস্য এবং ক্রিপ্টিক ফেইট এর সাকিব চৌধুরী ও মিউজিক ভিডিও’র পরিচালক আশফাক বিপুলের উপস্থিতিতে প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী স্যামসাং ফ্যানরা এ মিউজিক ভিডিও’র প্রিমিয়ার দেখার সুযোগ পান।

প্রতিযোগিতায় বিজয়ী হয়ে সবার আগে ফিনিক্সের ডায়েরি ১ অ্যালবামের প্রথম গানের মিউজিক ভিডিও’র প্রিমিয়ারে অংশগ্রহণের সুযোগ পেতে স্যামসাংয়ের পক্ষ থেকে বেশ কিছু শর্ত দেয়া হয়। একইসঙ্গে অর্থহীন অংশগ্রহণের পুরো প্রক্রিয়াটি এক ফেইসবুক ভিডিওতে তুলে ধরেন। অর্থহীন এর আহ্বানে সাড়া দিয়ে ভিডিও’র কমেন্ট সেকশনে আগ্রহীরা স্বতঃস্ফূর্ত সাড়া দেয়। এখান থেকেই কর্তৃপক্ষ বিজয়ীদের নির্বাচিত করে। এবং তারাই আজকে এ মিউজিক ভিডিও’র প্রিমিয়ার শো উপভোগ করেন।

এ নিয়ে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের এমএক্স বিজনেস এর প্রধান মো. মূয়ীদুর রহমান বলেন, “বেজবাবার হার না মানা মানসিকতা আমাদের অনুপ্রাণিত করে। এ রকম একজন মানুষকে আমাদের পথচলার সাথী হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। স্যামসাং সবসময় এর ফোন ব্যবহারকারীদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। বেজবাবার গান ও তার অদম্য মানসিকতা স্যামসাং ব্যবহারকারীদের অনুপ্রাণিত করবে বলে আমরা প্রত্যাশা করছি।”

১৯৯৯ সালে শুরু হওয়া এই ব্যান্ডের এখন পর্যন্ত ৭টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। তাদের প্রথম অ্যালবাম ত্রিমাত্রিক প্রকাশিত হয় ২০০০ সালের এপ্রিল মাসে। শুরু থেকেই অত্যন্ত জনপ্রিয় এই ব্যান্ডের সবগুলো অ্যালবামই বেস্ট সেলিং হয়েছে। এখন পর্যন্ত তাদের শেষ অ্যালবাম ক্যানসারের নিশিকাব্য প্রকাশিত হয় ২০১৬ সালে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।