ঢাকাTuesday , 15 November 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর জনসভায় প্রমাণ করতে হবে যশোরের মাটি শেখ হাসিনার ঘাঁটি : এমপি নাবিল

কেএম রফিক যশোর
November 15, 2022 11:06 am
Link Copied!

যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘বিএনপির অস্থিতিশীল করার পরিকল্পনা কখনো বাস্তবায়ন হবে না। দেশের মানুষের মনে আছে ২০০১ থেকে ২০০৫ সালের কথা। সাধারণ মানুষ আর পিছনে ফিরে যেতে চায় না। সারের জন্য আর কেউ নতুন করে জীবন দিতে চায় না। বিদ্যুতের জন্য কেউ অপেক্ষায় থাকতে চায় না। শেখ হাসিনার উপর সাধারণ মানুষের শতভাগ আস্থা ও বিশ্বাস রয়েছে। শেখ হাসিনা ছাড়া আর কারো উপর ভরসা নেই। তাই বিএনপির নাশকতা রুখতে দেশবাসী প্রস্তুত।’

আগামী ২৪ নভেম্বর যশোরে শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে সোমবার চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। চুড়ামনকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের সভাপতিত্বে কাজী নাবিল আহমেদ আরো বলেন, ২৪ নভেম্বর জনসভা থেকে প্রমাণ করতে হবে যশোরবাসী শেখ হাসিনার পক্ষে ঐক্যবদ্ধ। যশোরের মাটি শেখ হাসিনার ঘাঁটি। যশোরে কোন কুচক্রকারীদের স্থান নেই। দেশের উন্নয়নের শক্ত হাতে সব অপশক্তিদের প্রতিরোধ করা হবে।

প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাউদ হোসেন দফাদার, হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম ও লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন। এদিকে, বিকেলে যশোর সদর উপজেলার রামনগর, নরেন্দ্রপুর ও কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতবৃন্দদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভা সফল করার লক্ষে মতবিনিময় করেন। নরেন্দ্রপুর ইউপি চত্বরে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। সভাপতিত্ব করেন ইউনিয়ন আ.লীগের সহসভাপতি আব্দুর রউফ মোড়ল। পরিচালনা করেন ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ। সভায় জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশিদ, প্রচার সম্পাদক মুন্সী মহিউদ্দী, শহর আওয়ামী লীগের নেতা আলহাজ ফিরোজ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।