: গায়ক আকবর আলী গাজীর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদজোহর যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের সুজলপুর কদমতলা মোড়ে নামাজে জানাজা শেষে কারবালা কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শাহারুল ইসলাম, আকবরের বড় ছেলে কামরুল, ছোট ছেলে মহররমসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও সাধারণ গ্রামবাসী অংশ নেয় নামাজে জানাজায়। রাতেই ঢাকা থেকে তার লাশ আনা হয় বাড়িতে। এ সময় পাড়া প্রতিবেশিসহ আত্বীয় স্বজন ছুটে আসেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতিসমবেদনা জানান।
রোববার ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে ইত্যাদিখ্যাত আকবর আলী গাজী।
এরআগে রোববার বাদ এশা ঢাকার মিরপুর ১৩ নম্বর কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।