ঢাকাTuesday , 15 November 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

যশোরে চুরি করে পালানোর সময় দুই চোরকে গণপিটুনি

Link Copied!

যশোরে গভীর রাতে বসতঘরে চুরি করে পালানোর সময় মিজান (২০) ও আরিফ (২৫) নামে দুইচোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপার্দ করেছে জনগণ।

সোমবার (১৪ নভেম্বর) ভোররাতে যশোর সদরের নরেন্দ্রপুর রুপদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটক দুইজন পাশের গ্রাম শ্রীবদ্দির বাসিন্দা।

নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের আইসি উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেন, মিজান ও আরিফ নামে এই দুইচোর গত রাতে রুপদিয়া গ্রামে জিয়াউর রহমান জিয়ার বসতঘরে কৌশলে ঢুকে নগদ ১৫ হাজার টাকা ও দুটি মোবাইল নিয়ে পালানোর সময় জিয়া টের পান। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে ওই চোরদের আটক করে গণপিটুনি দেয়। সকালে স্থানীয় গ্রাম পুলিশ বোরহান উদ্দিন স্থানীয়দের সাথে নিয়ে ওই দুই চোরদের ক্যাম্পে দিয়ে যায়। এর আগেও এই দুই চোর জিয়ার বাড়িতে তিনবার চুরি করেছে। পরে আহত ওই দুই চোরকে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের প্রাথমিক চিকিৎসা দিয়ে কোতোয়ালী থানায় সোপর্দ করেছি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।