চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ১৩২ নং বড় লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, মতলব উত্তর উপজেলা যুবলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা, মাজহারুল ইসলাম ইকবাল।
১৪ নভেম্বর সোমবার ম্যানেজিং কমিটির নির্বাচিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে মাজহারুল ইসলাম কে সভাপতি নির্বচিত করা হয়।
সভাপতি পদে যোগ্য ব্যক্তি আসন পাওয়ায় সকল অভিভাবক ও এলাকার সচেতন মহল সন্তোষ প্রকাশ করছেন।১৩২নংবড় লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাজহারুল ইসলাম সভাপতি নির্বাচিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছে অনেকে। তিনি ঐ স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন।
নবনির্বাচিত সভাপতি মাজহারুল ইসলাম ইকবাল বলেন, আমাকে সভাপতি হিসাবে নির্বাচিত করায় বড় লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক, এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও চাঁদপুর ২ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি মহোদয় এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরো বলেন সামনের দিনগুলোতে শিক্ষার্থীদের পড়াশুনার মান বৃদ্ধি ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কমিটির সবাই কে নিয়ে কাজ করে যাবে। এই জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি ।
এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস উদ্দিন। সাবেক সভাপতি – সারোয়ার দুলাল। দাতা সদস্য -শওকত সরকার। অভিভাবক প্রতিনিধিগন । সাবেক সহ সভাপতি – ইব্রাহিম সরকার। ইউপি সদস্য আলমগীর সরকার।শিক্ষক প্রতিনিধি – ওয়াদুদ সাহেব। সভ সভাপতি, জুলহাস প্রধান। মহিলা বিদ্যুৎ শাহী শাহিন আক্তার,সদস্য জজ মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।