ঢাকাThursday , 17 November 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে চতুর্থ শ্রেণির কর্মচারী পদে ভুয়া নিয়োগে চাকরি দেয়ার টাকা আদায় কালে দুই প্রতারক পুলিশের হাতে আটক

Link Copied!

চাঁদপুর পৌরসভায় চতুর্থ শ্রেণির কর্মচারী পদে ভুয়া নিয়োগে চাকরি দেয়ার কথা বলে টাকা আদায় করায় কাজী শামীম হাবিব ও সাইফুল ইসলাম নামে দুই প্রতারককে আটক করেছে পুলিশ।

বুধবার রাত ৯ টার দিকে শহরের চিত্রলেখার মোড়ের গাজী বোর্ডিংয়ের তৃতীয় তলার ১০১ নম্বর কক্ষ থেকে তাদেরকে আটক করা হয়।

প্রতারক কাজী শামিম হাবিব চট্টগ্রামের পিসি রোড নিমতলার কাজী হানিফের ছেলে ও সাইফুল ইসলাম চট্টগ্রামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাড়ি ঢাকায়।

প্রতারণার শিকার হওয়া মো. মাঈনুদ্দিন ফরিদগঞ্জ উপজেলার গোয়ালভাড় ইউপির দক্ষিণ হাঁসা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি পেশায় একজন গাড়িচালক।
এ সময় চাঁদপুর পৌরসভার মেয়রের ব্যক্তিগত সহকারী মেহেদী হাসান, গাড়ি চালক জাহাঙ্গীর হোসেন, পানি শাখার মাহবুব হোসেন ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের গাড়ি চালক মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

মো. মাঈনুদ্দিন জানান, আগামী ১৭ নভেম্বর চাঁদপুর পৌরসভার অফিস সহকারী পদে নিয়োগ দেয়া হবে এই মর্মে কাজী শামীমের সঙ্গে চাকরি পেয়ে দেয়ার সুবাধে আড়াই লাখ টাকা চুক্তি হয়। চুক্তি ভিত্তিতে বুধবার সকালে শহরের গাজী বোডিংয়ের ১০১ নম্বর কক্ষে প্রতারক কাজী শামীমকে ২৫ হাজার টাকা দেয়া হয়।

এদিকে মো. মাঈনুদ্দিন রাতে পুনরায় প্রতারক কাজী শামীম ও সাইফুলকে ২৫ হাজার টাকা দিতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার এসআই আব্দুল আলিম প্রতারক চক্র কাজী শামীম ও সাইফুলকে আটক করে। তবে বাকী ২ লাখ টাকা চাকরি পাওয়ার পর দেবেন বলে মাঈনুদ্দিনের সঙ্গে প্রতারক চক্রের চুক্তি হয়।

জানা যায়, প্রতারক চক্র চাঁদপুর পৌরসভার সচিবের স্বাক্ষর জাল করে একটি নিয়োগপত্র মাঈনুদ্দিকে প্রদান করেন। কিন্তু সচিব নামে বর্তমানে চাঁদপুর পৌরসভায় কোনো পদ নেই। আগের সচিব পদটি বর্তমানে নির্বাহী কর্মকর্তা হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিষয়টি প্রতারক চক্র জানতো না।

চাঁদপুর পৌরসভার সাবেক সচিব বর্তমান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া জানান, চাঁদপুর পৌরসভায় বর্তমানে সচিব নামে কোনো পদ নেই। এছাড়া পৌরসভায় কোনো নিয়োগ হবে তা পৌর কর্মকর্তা হিসেবে আমার জানা নেই। বিষয়টি তারা সম্পূর্ণ প্রতারণা করেছে।

চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল জানান, এ প্রতারক চক্রকে আটক করার জন্য তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়েছে। এ প্রতারক চক্রের মূল হোতা এবং এদের সম্পূর্ণ ঠিকানা অবশ্যই জানতে হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।