ঢাকাThursday , 17 November 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া জেলা সাংবাদিক কমলেশ মোহন্ত শানুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ

Link Copied!

বগুড়া জেলা প্রতিনিধি বৈশাখীটেলিভিশন ও বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ প্রখ্যাত সাংবাদিক কমলেশ মোহন্ত শানু আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৫৫ মিনিটে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ।

বেলা ১২টায় তার মরদেহ বগুড়া প্রেসক্লাব চত্বরে শ্রদ্ধা শেষে তাকে বগুড়া ফুলবাড়ি মহাশ্মশানে নেয়া হবে।

ইতিপূর্বে তিনি গত ১১ নভেম্বর বগুড়া ছিলিমপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে বাসায় ফেরার পথে বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন বলে জানা যায়। চিকিৎসা চলাকালে রাত্রি ১০ টা ৫৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে। আমরা তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে সাংবাদিক কমলেও মহন্ত শানু এর আত্মার স্বর্গীয় শান্তি কামনা করছি।

সদা হাস্যোজ্জ্বল এই মানুষটির মৃত্যুতে বগুড়া সাংবাদিকমহল সহ সুধি সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।