রিজভী চৌধুরী : কল্যাণপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড জনগণ ও যুবসমাজের উদ্যোগে ১৮ নম্বেবর রোজ শুক্রবার সকাল ৭ টায় ৩য় বার্ষিক সাফা খতম অনুষ্ঠিত হয়েছে। মৃধা বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সাফা খতমে এলাকার আলেম, মুন্সিরহাট মাদ্রাসা, রালদিয়া মাদ্রাসা ও এলাকার মাদ্রাসার ছাত্র ও শিক্ষক সাহেবগণ উপস্থিত ছিলেন ।
ধর্মীয় আলোচনা করেন সাবেক মুন্সিরহাট মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা মোঃ সাখাওত সাহেব, দক্ষিন রালদিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃআবুল কাসেম সাহেব। খতমে সাড়া বিশ্বের জন্য দোয়া করা হয়। মুনাজাত করেন রালদিয়া মাদ্রাসার বড় হুজুর হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব। খতম পরিচালনা করেন মৃধা বাড়ি মসিদের সেক্রেটারি ও মোল্লা বাড়ি জামে মসজিদের সভাপতি মোঃইলিয়াছ চৌধুরী। খতমে অংশগ্রহণ করেন ৩নং কল্যাণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোঃমনির হোসেন গাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ মোতালেব তালুকদার, সাংগঠনিক সম্পাদক ইমরুল কাদের মাষ্টার, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃইলিয়াছ চৌধুরী,ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন গাজী,যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন, ওয়ার্ড সাবেক মেম্বার মোঃ আবুল কালাম মিয়া,আরও উপস্থিত ছিলেন মোঃ মুগবুল হাজী,মোঃ বাদশা মৃধা, ছলেমান মৃধা, হোসেন মৃধা,মানিক বৃধা,বিল্লাল মোল্লা, মনু মোল্লা, দ্বিন ইসলাম বাবলু ও ফারুক মৃধা। মৃধা বাড়ি মসজিদের ইমাম হাফেজ মোঃ মেহেদী হাসান ও মসজিদের খতিব মোঃ আবু হানিফ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেনি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।