মণিরামপুর পৌরসভার ৩ নম্বর (মণিরামপুর) সদর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের প্রায় ১০০ ছেলে-মেয়েদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডির) জন্য ছবি তোলা হয়েছে। ছবি তোলার পর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বাবুলাল চৌধুরী তাদের প্রত্যেককে কলম ও শুভেচ্ছা কার্ড দিয়ে শুভেচ্ছা জানান। শুক্রবার ছিল মণিরামপুর পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের ছবি তোলার দিন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ জানান, ২০০৭ সালের ১ জানুয়ারির পূর্বে যাদের জন্ম তারিখ-শুধুমাত্র তাদেরকে জাতীয় পরিচয়পত্র দেয়ার জন্য কার্যক্রম চলমান। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মাঠকর্মী ও সুপারভাইজাররা বাড়ি বাড়ি গিয়ে উল্লিখিত বয়সের ছেলে-মেয়েদের জীবনবৃত্তান্ত (ফরম পূরণ) সংগ্রহ করেন। দ্বিতীয় ধাপে এসব প্রার্থীদের ছবি তোলা শুরু হয়েছে। এর মধ্যে ৩নং ওয়ার্ডের ৯৫ জনকে ছবি তোলার কাজ সম্পন্ন হয়। পৌরশহরের প্রভাতী বিদ্যাপিঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত এ কার্যক্রম চলে।