: যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর জেলাকে মূল্যায়ন করেন। একারণে তিনি করোনা পরবর্তী সময়ে আগামী ২৪ নভেম্বর যশোরে প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। এরপর তিনি বিভিন্ন জেলায় নির্বাচনী সমাবেশ করবেন। এটা যশোরবাসীর জন্য সৌভাগ্য। তাই তিনি দলের সকল নেতাকর্মীদের জনসভা সফল করার আহবান জানান।
আগামী ২৪ নভেম্বর যশোর স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, যুবমহিলা লীগ ও ছাত্রলীগের উদ্যোগে রোববার বিকেলে ঘোপের মাহামদুর রহমান বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ২০০৯ সালে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী যশোরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, মেডিকেল কলেজ ও আইটি পার্ক নির্মাণ করেছেন। এছাড়াও চার থেকে ছয় লেনের রাস্তার প্রকল্পের অনুমোদন ও শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ বিশে^র রোল মডেলে পরিণত হয়েছে। অথচ বিএনপির কিছু নেতা জনগণকে মিষ্টি মিষ্টি কথায় ভোলানোর চেষ্টা করছে। কিন্তু জনগণ বিএনপি-জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা ভোলোনি। তাদের অগ্নি সন্ত্রাসের কারণে অনেক মানুষ মারা গেছেন, দেশে সিরিজ বোমা হামলা হয়েছে, বাংলা ভাই জন্ম নিয়েছে। তাই জনগণকে সাথে নিয়ে বিএনপি জামাতকে প্রতিহত করা হবে।
শহর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বদরুল আলম দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টু, উপপ্রচার সম্পাদক লুৎফুল কবীর বিজু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান, পৌরসভার প্যানেল মেয়র মোকসিমুল বারী অপু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন মিঠু, জেলা যুবমহিলালীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, শহর যুবলীগের আহবায়হ মাহমুদুল হাসান মিলু, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহজান কবীর শিপলু, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিল শাহিদুর রহমান রিপন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ, উপদেষ্টা আবুল হোসেন খান, শহর আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক আশিক মাহমুদ খোকন, জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলন, ত্রাণ সম্পাদক তৌফিকুল ইসলাম শাপলা, সহতথ্য ও গবেষণা সম্পাদক বিপ্লব রায়, সদস্য জাহিদুল রহমান লাবু প্রমুখ। কর্মীসভা পরিচালনা করেন ছাত্রলীগ নেতা তানভীর ভুঁইয়া লিমন।