ঢাকাMonday , 21 November 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

যশোরে হিজড়া স্মরণ দিবস পালিত

Link Copied!

যশোরে আন্তর্জাতিক হিজড়া স্মরণ দিবস পালিত হয়েছে। বন্ধু ও অর্পণ মানবকল্যাণ সংস্থার উদ্যোগে দিবসটি উপলক্ষে রোববার শহরে র‌্যালি বের হয়। পাশাপাশি এদিন প্রেসক্লাব যশোরে আলোচনা সভা হয়েছে।

কালেক্টরেট চত্বরে প্রধান অতিথি হিসেবে ফেস্টুন-বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মোজাম্মেল হক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজিম উদ্দীন, এফপিএবির জেলা কর্মকর্তা আবিদুর রহমান, অর্পণ মানবকল্যাণ সংস্থার সভাপতি মোসলেম শেখ বাবু, এডাবের সহসভাপতি শাহজান নান্নু প্রমুখ।

এদিকে, প্রেসক্লাব যশোরে দিবসটি পালন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক, যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক নাজিম উদ্দিন ও সহকারী তথ্য কর্মকর্তা এলিন সাঈদ উর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রজেক্ট কো-অর্ডিনেটর শাহরিয়ার হোসেন, অর্পণ মানব কল্যাণ সংস্থার সভাপতি মোসলেম শেখ বাবু, এনজিও সমন্বয়কারী শাহজাহান নান্নু, এফপিএবি যশোরের জেলা কর্মকর্তা আবিদুর রহমান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোরের হিজড়া গুরু তাপসী দে চাঁদনী।

এছাড়াও দিনব্যাপী কাযক্রমের অংশ হিসেবে এফপিএবি যশোর শাখার সহযোগিতায় অর্পণ মানব কল্যাণ সংস্থার আয়োজনে সংস্থাটির নিজস্ব কাযালয়ে হিজড়া ও ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেয়া হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।