নাটোরের লালপুরে অস্ত্রসহ ২জনকে আটক করেছে লালপুর থানা পুলিশ। আটকৃতরা হলেন উউপজেলার গোপালপুর পৌরসভার বৈদ্যনাথপুর গ্রামের আজগর আলেীর ছেলে আরিফুল ইসলাম (৩২) ও মোবারকের ছেলে নাহারুল ইসলাম (৩০)।
সোমবার(২১নভেম্বর) সন্ধ্যারাতে উপজেলা চত্বর থেকে তাদেরকে অবৈধ দেশী অস্ত্রসহ আটক করে। স্থানীয় সুত্রে জানা যায় নাহারুল ও আরিফুল মদপান করে উপজেলা চত্তরে মাতলামি করাসহ সাধারণ মানুষেকে দেশীয় অস্ত্র রাম দা হাতে নিয়ে ভয় ভিতি দেখায় এবং গালাগালি করতে থাকলে উপস্থিত জনতা লালপুর থানা পুলিশ কে খবর দিলে পুলিশ তাদের আটক করে। এব্যাপারে লালপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা রজু করা হয়েছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ মোহা. মোনোয়ারুজ্জামান জানান আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।