চাঁদপুর জেলা পরিষদের নব- নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের নিয়ে আজ ২৩ নভেম্বর ২০২২ইং সকাল ১১ ঘটিকার সময় জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রথম সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা পরিষদের দু,বারের সফল চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ওছমান গনি পাটোয়ারী সভাপতিত্ত্ব করেন ও বক্তব্য প্রদান করেন। জেলা পরিষদের (উপ-সচিব) প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তি যোদ্ধা এমএ কুদ্দুস, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহমেদ, জেলা পরিষদের কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন। এ ছাড়া বক্তব্য রাখেন জেলা পরিষদের মতলব উত্তর ৫ নং ওয়ার্ড এর সদস্য পরিচালক সরকার মোঃ আলাউদ্দিন, ৪ নং ওয়ার্ড মতলব দক্ষিণ থেকে নির্বাচিত সদস্য পরিচালক মোঃ আলামিন ফরাজি, মতলব উত্তর, দক্ষিণ ও কচুয়া থেকে নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য পরিচালক তাছলিমা আক্তার আখি সহ আর অন্যান্য অতিথি বৃন্দ ও সদস্য সদস্যা বৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।