গত বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে গিয়ে চরম ভরাডুবি ঘটেছিল জার্মানির। এশিয়ান দেশ দক্ষিণ কোরিয়ার কাছেও হারতে হয়েছিল তাদের। এবার সেই ক্ষত শুকানোর মিশন নিয়েই কাতার খেলতে গেলো জার্মানরা। এবারও শুরুতেই এশিয়ান দেশের মুখোমুখি জার্মানরা। প্রতিপক্ষ জাপান।
আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হচ্ছে জার্মানি এবং জাপান।
গত বিশ্বকাপে সেনেগাল-পোল্যান্ডের মত দলকে পেছনে ফেলে জাপান খেলেছিল দ্বিতীয় রাউন্ডে। যদিও বেলজিয়ামের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে প্রথমে দুই গোল করেও পরে হেরে যেতে হয়েছিলো তাদের।
এবার সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারবে জাপান, নাকি জার্মানরা ক্ষতে প্রলেপ দিয়ে চ্যাম্পিয়নের মত শুরু করবে?
জার্মানি একাদশ: (ফরমেশন: ৪-২-৩-১)
ম্যানুয়েল ন্যুয়ার, নিকো স্কোলোটারবাক, আন্তোনিও রুডিগার, ডেভিড রাউম, নিকলাস সুলে, থমাস মুলার, ইলকায় গুন্ডোগান, জশুয়া কিমিচ, কাই হাভার্টজ, জামাল মুসিয়ালা, সার্জি জিনাব্রি।
কোচ: হ্যান্সি ফ্লিক।
জাপান একাদশ: (ফরমেশন: ৪-২-৩-১)
সুইচি গন্ধা, মায়া ইয়োশিদা, কউ ইতাকুরা, ইয়োতো নাগাতোমো, হিরোকি সাকাই, দাইচি কামাদা, ওয়াতারু এন্ডো, আও তানাকা, দাইজেন মায়েদা, তাকেফুসা কুবো, জুনিয়া ইতো।
কোচ: হাজিমে মুরিয়াসু