দেশ ব্যাপী জামাত -বিএনপির সন্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন মতলব উত্তর উপজেলা ছাত্র লীগ। ২৫ নভেম্বর সকাল ১১ ঘটিকার সময় মতলব সেতুর টোল প্লাজা সংলগ্ন সিপাই কান্দি গোলচক্করে মতলব উত্তর উপজেলা ছাত্র লীগ কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশ উপজেলা ছাত্র লীগের আহবায়ক শরীফুল ইসলাম প্রধান এর সভাপতিত্ত্বে, উপজেলা ছাত্র লীগের সদস্য সদরুল আমিন এর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ ছাত্র লীগের সহ -সম্পাদক আশফাক চৌধুরী মাহী, ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর ছিদ্দিক খোকন। ঢাকা মহানগর উত্তর ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি রহমতুল্লাহ সরকার লিখন, চাঁদপুর জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি জহির রায়হান সহ অসংখ্য ছাত্র লীগের নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।