চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলা কান্দা ইউনিয়নে এক ব্যাক্তির গলায় ফাঁস দিয়ে আত্ত্বহত্যা করেছে। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কলা কান্দা ইউনিয়নের সাখারী পাড়া গ্রামের এসলাম তফাদারের ছেলে মোঃ মফিজুল ইসলাম (৫০) তিনি ৩ মেয়ে, ১ ছেলের জনক। তিনি মানসিক প্রতিবন্ধী, তার মেয়ের ২ জন প্রতিবন্ধী, ১ ছেলে তিনি ও প্রতিবন্ধী এবং তার স্ত্রী ও প্রতিবন্ধী বলে জানান মতলব উত্তর থানা পুলিশের এসআই মোঃ আউয়াল। তিনি জানান নিহতের পরিবারের সংসারে অভাব অনটন লেগেই থাকতো, সাংসারিক এ অভাব অনটনের কারণে গলায় ফাঁস দিয়ে আত্ত্বহত্যার পথ বেচে নেয় বলে স্থানীয় জনসাধারণ ও পুলিশের ধারনা। গত ২৩ নভেম্বর বিকাল ৫ হইতে পৌনে আটটা পর্যন্ত এর মাঝামাঝি সময়ে কলা কান্দা কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর পাশে ওযু খনার সামনে কাঠাঁল গাছের ডালার সহিত গামছা দিয়ে ফাঁস দিয়ে আত্ত্বহত্যা করেছে। মৃত মফিজুল ইসলাম কে পোষ্ট মর্টেম করার জন্য চাঁদপুর মর্গে প্রেরন করেন।