ঢাকাSunday , 27 November 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

মঙ্গলবার উদীচী’র নাটক ‘রাজনৈতিক হত্যা’

Link Copied!

আবারো মঞ্চে আসছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর নাটক ‘রাজনৈতিক হত্যা’। আগামী ২৯ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে গড়ে ওঠা নাটকটির দ্বাদশ প্রদর্শনী। নাটক শুরুর আগে বিকাল সাড়ে চারটা থেকে মিলনায়তনের টিকিট কাউন্টারে পাওয়া যাবে টিকিট। প্রখ্যাত ফরাসী দার্শনিক জাঁ পল সার্ত্রে রচিত নাটকটি বাংলায় অনুবাদ করেছেন কলকাতার অর্পিতা ঘোষ। নাটকের নির্দেশক রতন দেব।

নাটকটির গল্পে দেখা যাবে, মধ্য ইউরোপের একটি কাল্পনিক দেশ ‘ইলিথিয়া’ কে কেন্দ্র করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে ইলিথিয়ার ক্ষমতায় থাকা ফ্যাসিস্ট সরকারের সাথে সেদেশের জাতীয়তাবাদী শক্তি এবং কমিউনিস্ট পার্টির নানা দ্বন্দ্ব-সংঘাত নিয়ে গল্পের প্রেক্ষাপট সাজানো হয়েছে। চিত্রিত হয়েছে কমিউনিস্ট পার্টির ভেতরকার নানা সংকটও। ক্ষমতায় যাওয়া নিয়ে অন্তঃকোন্দলের মধ্যেই পার্টির অন্যতম প্রধান নেতাকে হত্যার সিদ্ধান্ত নেয় পার্টির অপর অংশ। যাকে হত্যার দায়িত্ব দেয়া হয় তিনি তা করতে গিয়ে উল্টো ওই নেতার প্রতি শ্রদ্ধায় অনুরক্ত হয়ে পড়েন। শেষ পর্যন্ত হত্যাকান্ডটি সম্পন্ন করতে পারলেও তার পেছনে রাজনৈতিক ছাড়া ব্যক্তিগত কারণও জড়িয়ে যায়। হত্যার দায়ে দু’বছর কারাদন্ড শেষে বেরিয়ে পার্টির ওই তরুণ কর্মী উপলব্ধি করে হত্যার শিকার হওয়া নেতার পথ ধরেই এগিয়ে চলেছে পার্টি। এমন নানা জটিলতা, রাজনৈতিক হিসেব-নিকেশ আর অঙ্কের মধ্য দিয়েই আবর্তিত হয়েছে ‘রাজনৈতিক হত্যা’ নাটকের গল্প। এ নাটকের গল্পের সাথে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির যেমন মিল খুঁজে পাওয়া যাবে, তেমনি রাজনীতির নানা জটিলতা ও পঙ্কিলতার সাথেও পরিচিত হবেন দর্শকরা।

এই নাটকে অভিনয় করেছেন শারমিন আক্তার রিনি , মো: মাসুমুর রহমান , মনোহর চন্দ্র দাস ,আরিফ নূর, আমিনুল ইসলাম তপন, মৌমিতা জান্নাত , মোঃ রিফাত হোসেন, মিশু ফারাজী, মোঃ আলমগীর হোসেন ,নাজমুল আজাদ, বিজন রায়। নাটকটির সঙ্গিতায়োজনে আছেন – রবিউল ইসলাম শশী, কংকন নাগ, মনোহর চন্দ্র দাশ, আল সামাদ আহমেদ রুবেল। আলোকসজ্জায় -নজরুল ইসলাম।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।