চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের ৮৬ নং গোয়াল ভাঁওর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন ইজ্ঞিনিয়ার মোঃ হাবিবুর রহমান। তিনি ছিলেন বিদ্যুৎসাহী সদস্য। আজ ২৬ নভেম্বর রোজ শনিবার বিকাল ৩ টায় বিদ্যালয় সভা কক্ষে পূর্বের সভাপতি মোঃ খালেদ মাহমুদ (অফুর) সভাপতিত্ত্বে প্রধান শিক্ষক মোঃ মাজহারুল হকের উপস্থাপনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ম্যানেজিং কমিটির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করা হয়। সভাপতি ইজ্ঞিনিয়ার মোঃ হাবিবুর রহমান ও সহ-সভাপতি মোসাম্মৎ শাহনেওয়াজ। তিনি ছিলেন মহিলা বিদ্যুৎ সাহী সদস্যা। ১১ সদস্য কমিটির মধ্যে বাকীরা হলেন অভিবাবক প্রতিনিধি পুরুষঃ মোঃ মফিউল্লা ও মুকুল মিয়া, মহিলা অভিবাবক সদস্য জনি আক্তার ও আছিয়া। প্রধান শিক্ষক মোঃ মাজহারুল হক, সহকারী শিক্ষকা কোহিনূর আক্তার, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু ইউসুফ ও দাতাঃ সদস্য তাজুল ইসলাম ও ইউপি সদস্য হিসেবে পদাধিকার বলে মোঃ জহিরুল হক সদস্য। সভায় উপস্থিত ছিলেন গন্যমান্য ব্যাক্তি ইউপি সচিব দেওয়ান আব্দুল ওহাব, শিক্ষক শাহজালাল মৃধা,গোলাম মোস্তফা, জাহাঙ্গীর আলম, মোঃ আব্বাস প্রধান, মোঃ শাহিন মোল্লা, মোঃ মহিউদ্দিন সহ আর ও অন্যান্য গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। নব-নির্বাচিত সভাপতি ইজ্ঞিনিয়ার মোঃ হাবিবুর রহমান বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাবে দেশের উন্নয়ন করেছেন, অন্যান্য সরকারের আমলে দেশের আশানুরূপ উন্নয়ন হয় নাই, আদৌও হয় কিনা সন্দেহ আছে। আমি প্রধান মন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রা কে সাধুবাদ জানাই। আর সমাজ বাসি তথা ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।