নারায়ণগঞ্জে এসএসসিতে – গোল্ডেন এ প্লাস পেয়েছে পিপি রিশবা চৌধুরী । সে নারায়ণগঞ্জ কোর্টের এর পি.পি. রকিব সাহেব এর মেয়ে ।
রিশবা চৌধুরী নারায়ণগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্রী। এর আগে সে স্কুলে বাৎসরিক সব পরীক্ষা এবং বিভিন্ন বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উর্তীর্ণ হয়ে স্কুলকে সাফল্যমন্ডিত করেছে।
অভিনন্দন নারায়ণগঞ্জ কোর্টের পিপি রকিবউদ্দিনের একমাত্র কন্যাকে আইনজীবী এসোসিয়েশন এক মাত্র মেয়ে রিশবা চৌধুরী গোল্ডেন এ প্লাস ৫ পাওয়ায় গৌরব অর্জন করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ আইনজীবী এসোসয়েশন এর সভাপতি ও সাধারণ সম্পাদক , নারায়ণগঞ্জের আইনজীবী, সহকারী আইনজীবী পরিবারসহ বিভিন্ন, সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দরা।
রিশবা চৌধুরী তার বাবা,মা,আত্নীয়-স্বজন,শুভানুধায়ী এবং প্রিয় শিক্ষকদের কাছে দোয়া চেয়েছেন।
তার এ অর্জনে পরিবার,শিক্ষকগন ও প্রিয় সহকর্মী বন্ধু-বান্ধবরা আনন্দিত।