যশোরে মুসলিম এইড পলিটেকনিক কলেজের প্রশিক্ষণার্থীদের মধ্যে ফ্রি ল্যাপটপ ও সনদপত্র বিতরণ করা হয়েছে। রোববার প্রতিষ্ঠানটির হল রুমে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রশিক্ষণ সমাপ্তকারী গ্রাজুয়েটদের মধ্যে সনদপত্র ও ল্যাপটপ বিতরণ করা হয়। বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশের উদ্যোগে প্রজেক্ট সমাপনী, সনদ ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যশোরের জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা কামরুল আরিফ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সনদপত্র ও ল্যাপটপ বিতরণ করেন। মুসলিম এইড পলিটেকনিক কলেজ (এমএআইটি) যশোরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির তুহিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের মনিটরিং অফিসার এস এম সিফাত সরোয়ার, আরআরএফ যশোরের পরিচালক (প্রশিক্ষণ) আবুল কালাম আজাদ, আদ্ দ্বীন যশোরের পরিচালক (মাইক্রোফাইনান্স) ফজলুল হক, উপশহর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান জহির প্রমুখ।