চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৩ নং সাদুল্লাপুর ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার শাহ আলম।
২৯ নভেম্বর মঙ্গলবার ম্যানেজিং কমিটির নির্বাচিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে ইঞ্জিনিয়ার শাহ আলম কে সভাপতি নির্বচিত করা হয়।
সভাপতি পদে যোগ্য ব্যক্তি আসন পাওয়ায় সকল অভিভাবক ও এলাকার সচেতন মহল সন্তোষ প্রকাশ করছেন। নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইঞ্জিনিয়ার শাহ আলম সভাপতি নির্বাচিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছে অনেকে। তিনি ঐ স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন।তিনি অনেক সমাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।
নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার শাহ আলম বলেন, আমাকে সভাপতি হিসাবে নির্বাচিত করায় নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য , এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরো বলেন সামনের দিনগুলোতে শিক্ষার্থীদের পড়াশুনার মান বৃদ্ধি ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কমিটির সবাই কে নিয়ে কাজ করে যাবে। এই জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি