যশোরের ঝিকরগাছার এমএল হাই স্কুল জাতীয়করণ হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ ও পরিচালনা পরিষদের সাবেক সদস্য ইকবাল আহমেদ রবিকে স্কুলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার দুপুরে স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদের নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা তাদেরকে স্কুল প্রাঙ্গণে এই শুভেচ্ছা জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহাজান আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, উপজেলা আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান, সাবেক কাউন্সিলর নিমাই ঘোষ, শাহ আলম মিন্টু, আলমগীর বাসার, শহিদুল ইসলাম খোকন, মুনিরুল ইসলাম মিশর প্রমুখ।
এর আগে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ফেসবুক লাইভে অংশ নেন। এ সময় তিনি এমএল হাই স্কুল, শহিদ মশিয়ূর রহমান ডিগ্রি কলেজ সরকারিকরণসহ ঝিকরগাছার নানামুখী উন্নয়ন তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, স্বাধীনতার পরে দেশে অনেক সরকার ক্ষামতায় আসলেও কেউ ঝিকরগাছার কোনো স্কুল সরকারিকরণ করেনি। একমাত্র শেখ হাসিনার সরকারই স্কুল কলেজ সরকারি করেছে। শুধু স্কুল-কলেজ না, বর্তমান সরকারের আমলে দেশে রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, বিদ্যুৎ, খেলাধুলা, মসজিদ-মন্দিরসহ সর্বক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন হয়েছে।