যশোর দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্র ইমরুল হাসান রাহুলকে খুলনার ফুলতলার দামোদর গ্রামের নুর হোসেনের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়েছে। ১৪ নভেম্বর রাহুল হারিয়ে গিয়েছিল।
পিবিআই’র এক প্রেসবিজ্ঞতে জানানো হয়েছে, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুহাম্মদ খলিলুর রহমানের ছেলে ইমরুল হাসান রাহুল দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র। গত ১৪ নভেম্বর ইমরুল হাসান রাহুল প্রতিদিনের ন্যায় স্কুলে গিয়ে আর বাড়ি ফেরেনি। এরপর নিখোঁজ রাহুলের পিতা ছেলেকে উদ্ধারের জন্য পিবিআই যশোর এর স্মরণাপন্ন হন।
পিবিআই, যশোর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিনের তত্ত্বাবধানে এসআই জিয়াউর রহমান সঙ্গীয় এসআই স্নেহাশিস দাশ, এসআই ডিএম নূর জামাল হোসেনসহ একদল পুলিশ ১৫ দিন পর মঙ্গলবার তাকে ফুলতলার দামোদর গ্রামের নুর হোসেনের বাড়ি থেকে উদ্ধার করেন। রাহুল এতদিন ওই বাড়িতে আত্মগোপনে ছিল।