ঢাকাThursday , 1 December 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

যশোরে প্রথমবারের মতো সাহিত্য মেলা প্রকাশিত : বুধবার, ৩০ নভেম্বর , ২০২২ ২১:৪৩:২৪ pm এখন সময়: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর , ২০২২ ১৪:০০:৪৫ pm

Link Copied!

: যশোরে প্রথমবারের মতো উদযাপন হতে যাচ্ছে সাহিত্য মেলা। আগামী ২১ ও ২২ ডিসেম্বর শহরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে (টাউন হল মাঠ) এই মেলা অনুষ্ঠিত হবে। সাহিত্য মেলা উদযাপন উপলক্ষে বুধবার সকালে কালেক্টরেট সভা কক্ষে একটি প্রস্তুতিমূলক সভা হয়। সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় বলা হয়, মেলায় সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত কবিদের কবিতা ও প্রবন্ধ পাঠ, আলোচনা এবং সাহিত্য কর্মের ওপর কুইজ প্রতিযোগিতা হবে। তিনটি প্রবন্ধ পাঠ করা হবে মেলায়। প্রতিটি প্রবন্ধের জন্য একজন প্রাবন্ধিক ও একজন আলোচক থাকবেন। চারটার পর থেকে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবন্ধ যাচাই-বাছাইয়ের জন্য পাঁচ সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে। উপকমিটির সদস্যদের মধ্যে রয়েছেন বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখক হোসেনউদ্দীন হোসেন, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, সরকারি সিটি কলেজের সহযোগী অধ্যাপক সবুজ শামীম আহসান, তালবাড়ীয়া কলেজের অধ্যক্ষ ড. শাহানাজ পারভীন ও যশোর ইনস্টিটিউট পরিচালনা পর্ষদের সদস্য মুস্তাফিজুর রহমান মুস্তাক।

এছাড়াও আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য উপকমিটি গঠনের সিদ্ধান্ত হয় সভায়। সাহিত্য মেলার উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক।

সাহিত্য মেলার প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকতের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মনোয়ার হোসেন, একুশে পদক প্রাপ্ত লেখক হোসেনউদ্দীন হোসেন, অধ্যাপক কাজী শওকত শাহী, দ্যোতনা সাহিত্য পরিষদের সভাপতি ড. শাহনাজ পারভীন, বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, রবীন্দ্র সম্মিলনী পরিষদের শুভংকর গুপ্ত, বাচিক শিল্পী আহসান হাবীব পারভেজ, জাহিদুল যাদু, শাহরিয়ার সোহেল, আশরাফুল হাসান বিপ্লব প্রমুখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।