: জন্মদিনে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন বাংলাদেশ ক্রীড়া সংস্থা ইতালির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব অসহায় মানুষের বন্ধু হাজী মোঃ জসিম উদ্দিন।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) হাজী মোঃ জসিম উদ্দিনের জন্মদিন। এ উপলক্ষে দিন ব্যাপী তার নিজস্ব ব্যাবসা প্রতিষ্ঠানে গিয়ে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এবং সন্ধ্যায় ইতালি আওয়ামীলীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা কেক কেটে নানা উৎসাহর মধ্য দিয়ে জন্মদিনের পালন করেন। সে সঙ্গে তারা হাজী জসিম উদ্দিনের সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করেন।
এসময় হাজী মোঃ জসিম উদ্দিন সবার উদ্দেশে বলেন, আমার জন্মদিন উপলক্ষে আজকের এই দিনে আমাকে আপনারা ফেসবুক, মেসেঞ্জার, মোটো ফোনে ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। এছাড়াও তিনি আরো বলেন ‘মানুষের ভালোবাসাই আমার সম্পদ। অসংখ্য মানুষের ভালোবাসাই আমাকে সমৃদ্ধ করে। আমি আজীবন এভাবে মানুষের ভালোবাসায় বেঁচে থাকতে চাই।’