ঢাকাFriday , 2 December 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড,শামসুল আলম মোহনের সাথে ‘তরঙ্গ ছাত্র কল্যাণ পরিষদ’ নেতৃবৃন্দের সাক্ষাৎ

Link Copied!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘তরঙ্গ ছাত্র কল্যাণ পরিষদ’-এর প্রতিষ্ঠার ১৮ বছর উদযাপন উপলক্ষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় ‘তরঙ্গ ছাত্র কল্যাণ পরিষদ’-এর নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর বাসভবনে এ সাক্ষাতে মিলিত হন।
এ সময় প্রতিমন্ত্রী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষার আলো ছড়িয়ে দিতে তরঙ্গ ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে পরামর্শ দেন। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে গুনগত মান বাড়াতে সরকারের ভূমিকার পাশাপাশি শিক্ষকদের এ বিষয়ে দায়িত্ব নিতে হবে।
এ সময় তরঙ্গ ছাত্র কল্যাণ পরিষদের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আবু ইউছুফ, সাবেক সভাপতি মো. নাজমুল হক সুমন, সভাপতি ইঞ্জিনিয়ার কায়সার আহমেদ খান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার গাজী আহমেদ উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব আলম ও কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার গাজী আর্শাদ উল্লাহ উপস্থিত ছিলেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।