ঢাকাFriday , 2 December 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাষ্টার স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত

Link Copied!

টাঙ্গাইলের কালিহাতীতে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ( মাস্টার) স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর ) মরহুম বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাষ্টার ফাউন্ডেশনের আয়োজন উপজেলার নারান্দিয়া টেনু রাম ক্ষেত্র নাথ স্কুল এন্ড কলেজে সকাল ১০.৩০ টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই ৭তম বৃত্তি পরীক্ষা।

নারান্দিয়া টেনু রাম ক্ষেত্র নাথ স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫০ জন ছাত্র ছাত্রী অংশ নেয়।এদের মধ্যে নার্সারিতে ৬০ জন , প্রথম শ্রেণীতে ১২০ জন, দ্বিতীয় শ্রেণীতে ১১৬ জন, তৃতীয় শ্রেণীতে ১৬৪ জন, ৪র্থ শ্রেণীতে ১৩৫ জন ও পঞ্চম শ্রেণীতে ১৬৮ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন টেনু রাম ক্ষেত্র নাথ স্কুল এন্ড কলেজে এর প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কেন্দ্র উপ-সচিব হিসাবে দ্বায়িত পালন করেন এলেঙ্গা শামসুল হক কলেজের প্রভাষক মাসুদ ভূইয়া, টেনু রাম ক্ষেত্র নাথ স্কুল এন্ড কলেজে এর প্রভাষক নির্জন কুমার মদক মাইজ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়াজ হায়দার।

পরীক্ষা চলাকালীন হল পরিদর্শনে আসেন কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মোজাহারুল ইসলাম তালুকদার ঠান্ডু, এফবিসিসিআই এর পরিচালক আওয়ামী লীগ নেতা আবু নাসের, উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, নারাইন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ তালুকদার, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার মিজানুর রহমান মজনু, লোকমান ফকির মহিলা কলেজর অধ্যক্ষ হাসান আলী সরকার, ভূঞাপুর রিপোর্টাস ইউনিটির সভাপতি মিজানুর রহমান,টাঙ্গাইল জেলা সেবক সংগনের সভাপতি খায়রুল খন্দকার ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন প্রমূখ।।

ফাউন্ডেশনের সভাপতি আরিফুর ইসলাম আরিফ বলেন উপজেলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম স্মৃতি রক্ষায় এই বৃত্তি প্রতি বছর আয়োজন করে থাকি ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।