যশোরের মণিরামপুর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন।
শুক্রবার সকালে যশোর-মণিরামপুর সড়কে বেগারিতলা বাজারে দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় সড়কটি দুই ঘণ্টা যানচলাচল বন্ধ ছিলো। পরে যানচলাচল স্বাভাবিক হয়েছে।
নিহতরা হলেন- মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের মমিনের ছেলে জিয়া (৪০), টুনিয়াঘর উত্তরপাড়ার বাবু মিরের ছেলে তহিদুল ইসলাম (৩৫), শামছুর রহমানের ছেলে রফিজ মির (৫৮), হাবিবুর রহমান পচা (৫৮) ও তার ছেলে তহিদুল ইসলাম তহিদ (২৬)।
ভোজগাতি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, যশোর থেকে ছেড়ে যাওয়া একটি কাভার্ডভ্যান কেশবপুরের দিকে যাচ্ছিলো। বেগারিতলা বাজারে আসলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচটি দোকানের ওপর দিয়ে চালিয়ে দেয়। এসময় ঘটনাস্থলেই পাঁচজন মারা যায়।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জান বলেন, নিহতদের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক-হেলপার পালিয়েছে। গাড়িটি আটক করে হেফাজতে নেয়া হয়েছে।