: আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে পরিবার কল্যাণ সমিতি (পিকেএস) যশোরের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। শনিবার সকালে চাঁচড়া রায়পাড়া সাইদা বানু সূচনা প্রতিবন্ধী বিদ্যালয়ে এ আয়োজন করা হয়।
এখানে ৫০ জন প্রতিবন্ধী শিশুকে চক্ষুসেবা দেয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পিকেএস’র সহসভাপতি অ্যাড. জাফর সাদিক, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা ও কোষাধ্যক্ষ খন্দকার মাহফুজুল হক ফারুক, পিকেএস’র মেডিকেল অফিসার, স্কুলের শিক্ষকমন্ডলীসহ সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ফ্রেড হোলসের অর্থায়নে রোগীদের মাঝে বিনামূল্যে ২১ জনকে চশমা ও অন্যান্য শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ করা হয়।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।