ঢাকাSunday , 4 December 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ৩২ দলীয় হাডুডু খেলায় চ্যাম্পিয়ন মঠবাড়ি ও রানার্স আপ নাভারণ

Link Copied!

: যশোর সদরের দেয়াড়া ইউনিয়নের চাঁন্দুটিয়ায় ৩২ দলীয় হাডুডু টুর্নামেন্ট শুক্রবার শেষ হয়েছে। চ্যাম্পিয়ন মঠবাড়ি এবং রানার্স আপ হয় শার্শার নাভারণ। এছাড়া তৃতীয় সলুয়া ও চতুর্থ হয় নীলগঞ্জ। চাঁন্দুটিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে মঠবাড়ি ১-০ গোলে পরাজিত করে নাভারণকে। চ্যাম্পিয়ন দলকে মোটরসাইকেল, রানার্স আপ দলকে ফ্রিজ, তৃতীয় দলকে এল ই ডি টিভি এবং চতুর্থ দলকে বাইসাইকেল পুরস্কার দেয়া হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শিপন আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, শহর আওয়ামী লীগ নেতা ফিরোজ খান, যুবলীগ নেতা নাজমুল হুদা পনি, শমিম জাকারিয়া, দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আনোয়ার, দেয়াড়া ইউনিয়ন যুব লীগের সাবেক সভাপতি লিয়াকত আলী, সি এ জি এম স্কুলের সভাপতি আব্দুল মান্নান, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মাসুদ রানা ফন্টু, বাবু গাজী, স্থানীয় আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন, মিরাজুল ইসলাম, পংকজ কুমার, দাউদ হোসেন, ওয়াজেদ আলী, আসাদুল ইসলাম প্রমুখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।