ঢাকাMonday , 5 December 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কার – সিএনজি মূখো মূখি সংঘর্ষে ৪ জন আহত

Link Copied!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি নামক স্থানে বেড়ীবাঁধ সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কার -সিএনজি মূখো মূখি সংঘর্ষে ৪ জন আহত। সরজমিনের রির্পোটে জানা যায়, মতলব সিএনজি ষ্টান থেকে ৪ জন যাত্রী নিয়ে শ্রীরায়েরচর উদ্দেশ্য রওয়ানা হলে বিপরীত হতে আসা প্রাইভেট কার ওভার টেকিং করে যাওয়ার সময় মতলব উত্তর উপজেলার সিপাই কান্দি নাম স্থানে বেড়ীবাঁধ সড়কে সিএনজি – প্রাইভেট কার মূখো মূখি সংঘর্ষ হলে সিএনজি যাত্রী সহ উল্টো খাদে পড়ে যায় আর ঢাকা মেট্রো -(খ) ১২-৭৩৯০ গাড়ি টি সামনের চাকার পামছার হয়ে সড়কের উপর পড়ে থাকলে স্বানীয়রা গাড়ি টি সিপাই কান্দি ভুইয়া বাড়ি সংলগ্ন মসজিদের সামনে রেখে দেয়। প্রাইভেট কার চালক পলাতক, সিএনজির চালক মোঃ আজিজ, গ্রাম উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের দক্ষিণ ঠেটালীয়া ছৈয়াল বাড়ি। তিনি ও তার গাড়ির ৪ জন যাত্রী মোটামুটি ভাল আছে, একজের অবস্থা একটু সমস্যা হলে ও বাকীরা ভাল আছে। সিএনজির যাত্রীরা হলেন মতলব পৌর সভার পশ্চিম বাইশপুর গ্রামের শাজাহান দেওয়ানের স্ত্রী মোসাম্মৎ ফাতেমা বেগম, মতলব আইসিডিডিআরবিতে চাকুরী করে। একই বাড়ির মোঃ সেলিম দেওয়ানের ২ মেয়ে খাদিমাতুল কোবরা ও আয়েশা ছিদ্দিকা। এ তিন জন ঢাকার যাত্রী। অপর একজন যাত্রী মোঃ নাছির উদ্দীন ব্যবসায়ী সাহেব বাজার। তবে প্রাইভেট কার টি ঢাকা থেকে ৪ জন যাত্রী নিয়ে ফরিদগঞ্জের উদ্দেশ্য য়াওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে। প্রাইভেট কারের যাত্রীরা হলেন জোসনা বেগম, সোহেল পিতাঃ মোঃ চান মিয়া, সাদ্দাম হোসেন ও অন্তু নেগম। তবে আল্লাহর অশেষ রহমত ও মেহের বানিতে সকল যাত্রীই রক্ষা পেল।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।