ঢাকাMonday , 5 December 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় দশম শ্রেনীর ছাত্রী নিহত

Link Copied!

প্রাইভেট পড়তে যাওয়ার পথে চাঁদপুর মতলব উত্তরে লেগুনা থেকে ছিটকে পড়ে মুক্তা আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ সোমবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর বিচারের দাবিতে মুক্তার সহপাঠীরা বিক্ষোভ মিছিল করেছে।

সে উপজেলার ষাটনল রঙ্গুখাকান্দি এলাকার আয়াত আলীর মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, মুক্তা উপজেলার শরীফ উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী ছিল। সে সকালে এক শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়তে যাচ্ছিল। লালপুর বেড়িবাঁধ এলাকায় লেগুনা গাড়ি থেকে নামার সময় মুক্তা ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে মুক্তার মৃত্যুতে তার পরিবার, সহপাঠীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ছাড়াও তার বিদ্যালয়ের শিক্ষার্থীরা গাড়ি চালকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছে।
শরীফ উল্লাহ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শরীফ উল্লাহ বলেন, ‘মুক্তা মেধাবী শিক্ষার্থী ছিল। তার ‘হত্যার’ বিচারের দাবি জানাই।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

ক্যাপশন :
মতলব উত্তরে লেগুনা থেকে ছিটকে পড়ে স্কুলছাত্রী মুক্তার মৃত্যুতে স্বজনদের আহাজারি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
এই সপ্তাহের পাঠকপ্রিয়