।মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। ৫ ডিসেম্বর সোমবার সকালে মাসব্যাপী এই মেলা প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
এসময় তিনি বলেন,বাঙ্গালীর স্বাধীনতার স্বপ্ন ছিল হাজার বছর ধরে ।আর এই স্বাধীনতার জন্য যিনি বাঙ্গালী জাতিকে প্রস্তুত করেছিলেন তিনি হলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই স্বাধীনতার জন্য মাত্র ৯ মাসে ৩০ লক্ষ্যে মানুষ শহীদ হয়েছিল।সেদিন এই পুরু বাংলাদেশ ধ্বংস স্তুপে পরিনত হয়েছিল।যা পৃথিবীর ইতিহাসে বিরল।ত্রিশ বছর ধরে এই মেলা সফল ভাবে পরিচালিত হচ্ছে। যুদ্ধ কালীন সময়ে এই চাঁদপুর একটি মহকুমা ছিল এই মহকুমা থেকে ২ জন সেক্টর কমান্ডার ছিল।যা আমাদের জন্য অনেক বড় গর্বের।
তিনি বলেন,আমরা চাই কত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমাদের স্বাধীনতা তা নতুন প্রজন্ম জানোক।আমরা সামরিক স্বৈরশাসকের কবলে ছিলাম দীর্ঘ সময় ধরে সেসময়ও রক্ত দিতে হয়েছিলো। আজকেতো নতুন প্রজন্মকে রক্ত দিতে হবে না।তাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস ধারণ করতে হবে। তাহলেই মুক্তিযোদ্ধাদের সেই সংগ্রাম কষ্ট স্বার্থক হবে।
তিনি আরো বলেন, ২০১৩-১৪ সালে দেশে যেভাবে অগ্নি সংস্ত্রাশ করা হয়েছিলো। আজকে আবার দেশ অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।কত ভাবে অপপ্রচার চালানো হচ্ছে। কোন গুজবে কান দিবেন না।শেখ হাসিনার হাতেই এই দেশ নিরাপদ। যারা দন্ডিত আসামি তাদের যেকোন অপচেষ্টার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবোই।
বিজয় মেলা উদযাপন কমিটির চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদের সভাপতিত্বে ও মহাসচিব হারুন আল রশীদের পরিচালনায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা প্রশাসক কামরুল কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বার, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী, পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া।
অ
সবশেষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে সদন ও ডিজিটাল সার্টিফিকেট তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি।