কালিগঞ্জ কৃষ্ণনগর রাস্তার পাশে লাগানো প্রায় দেড় লক্ষ টাকার আটটি শিশু গাছ চুরি করে কাটার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নেংগী-বালিয়াডাঙ্গা বাজার সড়কের পাশে লাগানো ওই গাছ আটটি নেংগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান নামে এক ব্যক্তি কাটতে গেলে মঙ্গলবার সকাল ১০ টার সময় স্থানীয় তহশিলদার জালাল উদ্দিন সেটি প্রতিহত করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুল গাছা গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান (শিক্ষক),নেংগী মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে সড়কের পাশে লাগানো আটটি শিশু গাছ মঙ্গলবার সকালে কাটা শুরু করে, বিষয়টি একই এলাকার নেংগী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দা আনু সরদার, প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমান, আবু মুসাসহ একাধিক ব্যক্তি স্থানীয় ভূমি কর্মকর্তা জালাল উদ্দিনকে জানান।
ঘটনা জানার সাথে সাথে স্থানীয় তহশীলদার জালাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে সরকারি গাছ কাটতে নিষেধ করেন। ঘটনার সত্যতা স্বীকার করে তাহশিলদার জালাল উদ্দীন সাংবাদিকদের জানান, আমি শোনার সাথে সাথে পদক্ষেপ নিয়েছি এবং বিষয়টি এসিল্যান্ড স্যারকে জানিয়েছি।